পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পনিতে ডুবে মো. ফাহিম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাজী মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার ব্যবসায়ী মো. ইলিয়াছের ছেলে।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে নিহতের আত্নীয় সাংবাদিক মো. ফারুক বলেন, শনিবার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মো. ফাহিম। রবিবার বিকালে সে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিলো। একসময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় তার মা। তাৎক্ষনাত উদ্ধার করে পেকুয়া উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিশু ফাহিমের মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

 

আরও খবর