২ দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার জার্নাল ডটকম :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান পাঠানো সংশোধিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচিতে বলা হয়েছে, আজ বিকেলে মন্ত্রী বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল র‌্যালির সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকাল ৯টায় বিমানযোগে মন্ত্রী কক্সবাজার ত্যাগ করবেন।

আরও খবর