ইমরান আল মাহমুদ:
রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫টি নতুন অফিস উদ্বোধন করা হয়।
শনিবার(১১ ডিসেম্বর) সকালে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অফিস উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।
অফিস উদ্বোধন শেষে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পক্ষ থেকে পানি সরবরাহ, স্যানিটেশন,পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং ও পরিচালনার জন্য ক্যাম্প-২ ডাব্লিউ, ক্যাম্প-৪ এক্সটেনশন, ক্যাম্প-২০,ক্যাম্প-১৫ ও ক্যাম্প-২২ এ নতুন অফিস উদ্বোধন করা হয়। পাঁচটি ক্যাম্পের নতুন অফিসে বৃক্ষরোপণ করা হয়। সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বদ্ধপরিকর বলে জানান তিনি।
উদ্বোধনের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইএপি প্রকল্প পরিচালক আব্দুল হালিম,ইএমসিআরপি প্রকল্প পরিচালক আব্দুল কায়ুই,কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী,উখিয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-