নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার বিমানবন্দরের লিফটে আটকা পড়ার দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে চার যাত্রীকে। বিমানবন্দরে শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা মূলত লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জের লিফট। যান্ত্রিক ত্রুটির কারণে তারা আটকা পড়েন। দেড় ঘণ্টা এই অবস্থায় ছিলেন। লিফটের টেকনিশিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছে।
ওই চারজন যাত্রীর পরিচয় বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
তাদের শারীরিক অবস্থার বিষয়ে ব্যবস্থাপক বলেন, দু’জন ভয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এমনিতে সব ঠিক আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-