চট্টগ্রাম •
পটিয়া থানাধীন বাইপাস সড়ক এলাকা থেকে সাড়ে চার কোটি টাকার ১ লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার সময় তাদের আটক করা হয়েছে বলে জানান র্যাব ৭ এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
আটককৃতরা হলেন: কক্সবাজারের উখিয়ার পূর্ব ফারীর বিল এলাকার মোঃ হোসেনের পুত্র নুরুল ইসলাম (৪৩), ও আঞ্জুমান পাড়া এলাকার শামসুল হকের পুত্র মাহমুদুল হক প্রকাশ লালু (২৪)।
আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব ৭ এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-