উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
৯ ডিসেম্বর দিবাগত রাত পৌণে ৯ টারদিকে উখিয়ার পালংখালীর বালুখালীর ফুটবল খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি ও চালক আটক সহ এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি’র বালুখালী বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক আবুল কাসেম।
ধৃত মাদক কারবারি মোঃ ফরিদুল আলম (৩০) উপজেলার পালংখালী ইউপির মধ্যম ফারির বিল এলাকার আবুল কামালের ছেলে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-