চট্টগ্রাম :
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশে এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচলাইশ থানা ছাত্রলীগে সহ-সভাপতি আবদুল আল আহাদও রয়েছেন। তিনি এমইএস কলেজভিত্তিক এক ছাত্রলীগ নেতার অনুসারি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
তিনি জানান, নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে ছয় যুবক ও তিন নরীকে আটক করা হয়েছে। তিন নারী পরিস্থিতির শিকার।গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল আল আহাদ নামের একজন রয়েছে। ছয় যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-