নিজস্ব প্রতিবেদক :
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্দ্যোগে কক্সবাজারের পেকুয়ায় ৪টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পেকুয়ার চৌমুহনী এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কক্সবাজার জেলা ঔষধ অধিদপ্তরের তত্বাবধায়ক রোমেল মল্লিক ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা ভঙ্গের দায়ে ও উক্ত আইনের ২৭ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স পেকুয়া ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা, মেসার্স সোহেল মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মেসার্স আল মক্কা ফার্মেসিকে ২ হাজার টাকা, মেসার্স আল হেরা মেডিকেল হলকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কক্সবাজার জেলা তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক জানান, জনস্বার্থে ঔষধ প্রশাসনের এ ধরনের অভিযান সবসময়ই চলমান আছে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-