নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে টেকনাফে গ্যাসের খালি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রাতে টেকনাফস্থ ২বিজিবির অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অভিযান তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৫), টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার আবু তাহেরের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫), একই ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকার মৃত অলি আহমদের ছেলে মোঃ কাউসার (২০)।
জানা যায়, টেকনাফ থেকে খালী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে গাড়িটি তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে চালকের সিটের নিচে চুম্বক দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালক-হেলপারসহ ৩ যুবককে করা হয়। এসময় গাড়িটিও জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামালসহ আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) খোরশেদ আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-