জেলায় ৪ লক্ষ ৮০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এম.এ আজিজ রাসেল :


আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী এই কর্মসূচি চলবে।

এবার কক্সবাজার জেলার ৮ উপজেলায় ১ হাজার ৯৫১টি কেন্দ্রে ৪ লক্ষ ৮০ হাজার ৪৫৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। তারমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সের ৬১ হাজার ১৩০ জন শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ১টি করে ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লক্ষ ১৯ হাজার ৩২৫ জন শিশুকে খাওয়ানো হবে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মো. আলমগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন—২০২১ নিয়ে তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ পাল। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ।

আরও খবর