রোহিঙ্গা ডাকাত তোহা ও তার সহযোগী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি :


টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী ও ডাকাত তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুই জনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর)গভীর রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোহা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক—এ/৩’র শালবাগান ক্যাম্পের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে এবং তার সহযোগী মো. আবদুল্লাহ (২৪) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক—সি’র বাসিন্দা মো. আবুল ফয়েজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, খবর পেয়ে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ডাকাত তোহা বাহিনীর প্রধান তোহা ও তার সহযোগী মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর