ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা মা’কে ৬ ও ছেলেকে ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ৩ হাজার ৩৩০ পিচ ইয়াবা পাচারের দায়ে গ্রেপ্তারের ৫ বছর পর রোহিঙ্গা মা-ছেলেকে সাজা-পরোয়ানা জারি করেছেন কক্সবাজারের একটি আদালত।

রোহিঙ্গা নারী নুনুকে ৬ বছর ও তার ছেলে ইউনুসকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তারা হলো-মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর দলিয়া পাড়ার মোজাব্বর আহমদের স্ত্রী নুনু (৬০) এবং তার ছেলে মোহাম্মদ ইউনুস (৩০) ।

বুধবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। দণ্ডিত মা-ছেলে পলাতক রয়েছে।

আরও খবর