কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমানের জানাজায় শোকাহত মানুষের ঢল

এম.এ আজিজ রাসেল :


কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) বাদে জোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। জানাজা পূর্বে মরহুমের আলোকিত জীবন নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এস.এম সিরাজুল ইসলাম, মরহুমের ছোট ভাই এস্তাফিজুর রহমান ও বড় ছেলে রুবেল।

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল মোস্তফা, সাবেক মেয়র সরওয়ার কামালসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে কক্সবাজার কেন্দ্রীয় বড় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

শহরের বার্মিজ স্কুল রোডের নিবাসী ব্যবসায়ী জিল্লুর রহমান জিল্লু (৬৩) বুধবার রাত ১ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত হাজী শামশুল হক ও মরহুম আক্তার মেহের নুর বেগমের পুত্র। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুম জিল্লুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি কক্সবাজার ফ্লাওয়ার মিল মালিক সমিতির সভাপতি ছিলেন। মরহুম জিল্লুর রহমান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৮ সালে এসএসসি পাশ করেন।

আরও খবর