পুলিশ হেফাজত থেকে পালানো কালামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রাম :

কোতোয়ালী থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে (২৫) জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার দুপুরে আবুল কালামকে পালিয়ে যাওয়ার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। সেইসাথে জিজ্ঞাসাবাদের রিপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার আদেশ দেন।

উল্লেখ্য, রবিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে আদালতে হাজিরার সময় সে পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও খবর