এম বশির উল্লাহ, মহেশখালী •
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি অস্ত্রসহ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ভান্ডারি জিরী নামক পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
আটক শফি আলম প্রকাশ টোনাইয়া (৩৫) ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্বদানকারী মহেশখালী-কুতুবদিয়ার এএসপি সার্কেল জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ।
অভিযানে মহেশখালী থানার তদন্ত ওসি আশেক ইকবাল সহ পুলিশের ১৫ জনের দুটি টিম মাঠে কাজ করেছিলো।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জানান, আটককৃতের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-