চট্টগ্রাম :
নগরীর কোতোয়ালী থানার একটি মাদক মামলায় দুই নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, কক্সবাজারের টেকনাফ থানা এলাকার মোস্তফা কামালের স্ত্রী সুমি আক্তার (২৭), রামু থানা এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী কোহিনুর আক্তার (৪৪) ও ভোলা জেলার লালমোহন থানা এলাকার সামছুল হকের ছেলে মো. নিরব (৩০)।
গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন।
পুরো বিচার পক্রিয়ায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে উল্লেখ করে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক। তাদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১৪ সালের ১৫ আগস্ট নগরীর স্টেশন রোড এলাকা থেকে ৪৭০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় অধিদপ্তরের একজন পরিদর্শক বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন। পরবর্তীতে একই বছরের ২৫ সেপ্টেম্বর এ তিনজনকে অভিযুক্ত করে অধিদপ্তরের অপর এক কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-