চকরিয়ায় আট ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের প্রতিদ্বন্ধি ৪৮ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিন স্ব স্ব ইউনিয়নের রিটার্ণিং কর্মকর্তাগন এসব প্রার্থীদের মাঝে তাদের নির্বাচনী প্রতীক করাদ্দ দেন।

প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চিরিঙ্গা ইউনিয়নে ছয়জন, ফঁাশিয়াখালী ইউনিয়নে সাতজন, বমুবিলছড়ি ইউনিয়নে তিনজন, বরইতলী ইউনিয়নে চারজন, হারবাং ইউনিয়নে ১০জন, খুটাখালী ইউনিয়নে ছয়জন, ডুলাহাজারা ইউনিয়নে ১১জন ও সুরাজপুরÑমানিকপুর ইউনিয়নে একজন প্রার্থী রয়েছেন।

এ ইউনিয়নের অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডা. ফেরদৌস আহমদের প্রার্থর্ীতা বাতিল হওয়ায় তিনি তা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন। তবে নিস্পত্তি না হওয়ায় তাকে এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

চিরিঙ্গা ইউনিয়নে প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কে এম সালাহউদ্দিন (মোটরসাইকেল), জসিম উদ্দিন (চশমা), জামাল হোসেন চৌধুরী (আনারস), নাজের হোছাইন (হাতপাকা), মো. করিম (ঘোড়া) ও মো. শাহ নেওয়াজ রুমেল (নৌকা)।

ফঁাশিয়াখালী ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নাসির উদ্দিন  (মোটরসাইকেল), বদরুচ্ছালাম (লাঙ্গল), মো. কুতুব উদ্দিন (আনারস), শওকত ইসলাম (চশমা), হামিদ হোসেন  (টেলিফোন) ও হেলাল উদ্দিন (নৌকা)।

বমুবিলছড়ি ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন আবদুল মতলব (চশমা), মনজুরুল কাদের (নৌকা) ও মো. কফিল উদ্দিন (আনারস)।

ডুলাহাজারা ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন এমরানুল হক (রজনীগন্ধা), কলিম উল্লাহ  (টেলিফোন), গিয়াস উদ্দিন (চশমা), নুরুল আমিন (লাঙ্গল), মো. মাহবুবুর রহমান (মোটরসাইকেল), মোস্তাফিজুর রহমান (টেবিল ফ্যান), মো. নাঈম (ঢোল), মো. সেলিম (অটোরিক্সা), শাহনেওয়াজ তালুকদার (নৌকা), হাসানুল ইসলাম আদর (আনারস) ও সোহেল মাহমুদ (ঘোড়া)।

বরইতলী ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া (নৌকা), জালাল আহমদ সিকদার (আনারস), মো. ছালেকুজ্জামান (চশমা) ও রফিক আহমদ সিদ্দিকী (ঘোড়া)। হারবাং ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন ছৈয়দ নূর (মোটরসাইকেল), জহির উদ্দিন আহমদ বাবর (আনারস), জয়নাল আবেদীন (রজনীগন্ধা), জাহেদুল ইসলাম (চশমা), বোরহান উদ্দিন (দু’টি পাতা), মুরাদ উদ্দিন চৌধুরী (টেলিফোন), মেহেরাজ উদ্দিন (নৌকা), মো. শোয়াইব (ঘোড়া), সাইদুল ইসলাম (অটোরিক্সা) ও ছাবের আহমদ  (টেবিল ফ্যান)।

খুটাখালী ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা হলেন আজিজুল হক (হাতপাকা), এস এম মনজুর আলম (আনারস), মুহাম্মদ আবদুর রহমান (মোটরসাইকেল), মো. বেলাল (নৌকা), মো. কায়েস (ঘোড়া) ও মো. রিহাবুল আলম (চশমা)।

এছাড়া সুরাজপুরÑমানিকপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হলেন আজিমুল হক আজিম। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ডা. ফেরদৌস আহমদের প্রার্থর্ীতা বাতিল হওয়ায় তা ফিরে পেতে তিনি হাইকোর্টে আপিল করেছেন। ফলে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় তাকে এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর এখন থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

আরও খবর