কক্সবাজার প্রতিনিধি :
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামির লিখিত বক্তব্য গ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার আসামি বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলালের বক্তব্য গ্রহণের মধ্য দিয়ে সব আসামির বক্তব্য গ্রহণ শেষ হয়। পরে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নন্দ দুলালের বক্তব্য গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) এই মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন। বিচারক আসামিদের প্রত্যেকের কাছে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চান। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপসহ আসামিরা মৌখিকভাবে বিচারকের নানা প্রশ্নের জবাব দিয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে।
গতকাল সোমবার কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামি আদালতে তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। আজ অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।
তিনি জানান, আসামিদের দেওয়া বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনাও করেছেন। বিচারক সব আসামিকে পৃথকভাবে তাদের দেওয়া বক্তব্য নিয়ে সরাসরি সওয়াল-জবাব করেন। আগামী ধার্য তারিখে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-