উখিয়া প্রতিনিধি :
উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলদীঘির পাহাড়ে অভিযান চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রেজু আমতলী বিওপি বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
কক্সবাজার – ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে কিছু মাদক কারবারী ইয়াবা নিয়ে আসার খবরে বিজিবি উক্ত স্হানে অবস্থান নেয়।
রাত ৮ টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি করে। বিজিবিও পাল্টা গুলি করলে মাদক কারবারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-