ইমরান আল মাহমুদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বিষটি নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, সোমবার(৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এর নেতৃত্বে ক্যাম্প-১০ এর জি-৯ ব্লকের রোহিঙ্গা লোকমান হাকিমের শেডে অভিযান চালিয়ে মো.মোবাশ্বের (২০) কে ২০ হাজার পিস এমফিটামিন জাতীয় ইয়াবাসহ আটক করা হয়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম বলেন,সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-৯ ব্লকের রোহিঙ্গা লোকমান হাকিমের বসতঘরে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ মোবাশ্বের(২০)কে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-