টেকনাফ অফিস •
টেকনাফের হ্নীলা মৌলভী বাজারে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়, ৫ডিসেম্বর বিকাল ৫টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মৌলভীবাজার গাউছিয়া ষ্টোরের সামনে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগসহ হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আনোয়ারের পুত্র লুৎফর রহমান ওরফে ইউছুপ (১৯) কে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৪হাজার ২শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-