চরফ্যাশনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট •

চরফ্যাশনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হ‌য়ে‌ছেন।

র‌বিবার (৫ ডিসেম্বর) ভো‌রে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে এই ঘটনা ঘটে। নিহ‌তরা জলদস্যু বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।

দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাখাওয়াত হো‌সেন, ভো‌রে জা‌লিয়া খা‌লের পা‌শে অভিযানে যান র‍্যাব সদস্যরা।

 

এ সময় তাদেরকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও গু‌লি ছো‌ড়ে। এ‌তে দুই জলদস্যু নিহত হয়। লাশ থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।

আরও খবর