চট্টগ্রাম :
নগরীর কোতোয়ালী থানার পুলিশের হেফাজত থেকে মাদক মামলায় আটক আবুল কালাম (২৫) নামের এক রোহিঙ্গা পালিয়ে গেছে। রবিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের ডিসি জসিম উদ্দীন।
পলাতক আবুল কালাম কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ্দ টিপু সুলতান জানান, নগরীর কোতোয়ালী থানার কদমতলী মোড়ের উত্তর পাশে ফরিদের চায়ের দোকান থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালামকে আজ রবিবার আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করে থানায় হস্তান্তর করি।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, আসামি আবুল কালামসহ কোতোয়ালী থানা থেকে একাধিক আসামি আদালতে আনা নেয়া হলে । আদালতে সেরেস্তায় আসামির নাম ঠিকানা মিলানোর সময় আবুল কালামকে পাওয়া যায়নি। থানা থেকে আদালতে নেওয়ার কোনো একসময় কৌশলে আবুল কালাম পালিয়ে গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-