ধর্ষণচেষ্টার সময় গৃহবধূর পিটুনিতে বাড়িওয়ালা নিহত

ডেস্ক রিপোর্ট :

ধর্ষণচেষ্টাকালে আত্মরক্ষা করতে গিয়ে বাড়ির মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড় সেবাশ্রম এলাকায় সংগঠিত ঘটনাটির পরপরই ওই গৃহবধূ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ ডিসেম্বর) গভীর রাতে বাড়ির মালিক প্রবাসী আমিনুল আলম ওই নারীর ঘরে ঢুকে জোর করে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূ আমিনুলকে মরিচ বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূ কিশোরগঞ্জ মডেল থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত আমিনুলকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে পরে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় গৃহবধূ থানায় এসে আমিনুলকে আহত করার কথা স্বীকার করেছেন। গৃহবধূ তাসলিমা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর