আজ শনিবার বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মধ্যখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। রচিত হবে ‘রিং অফ ফায়ার’। আকাশের কোলে বিচ্ছুরণ ঘটাবে এক অপূর্ব সৌন্দর্য।
সাধারণ ভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে।
তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এই গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৩টা ৩৭ মিনিটে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-