ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর আওতাধীন বিভিন্ন অভিযান চালিয়ে এক মাসে ১৯৩জন আসামী গ্রেফতার করা হয়েছে।
আসামিদের মধ্যে কথিত আরসার অনেক সদস্য রয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার(২ ডিসেম্বর) গত এক মাসের অভিযানের তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।
পুলিশ সুপার নাইমুল হক জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন’র চলমান বিশেষ অভিযানে গত এক মাসে কথিত আরসার সদস্যসহ ১৯৩ জন আসামী গ্রেফতার করা হয়। নভেম্বর মাসে ৫৩হাজার ৫শ ২২পিস ইয়াবা,২টি আগ্নেয়াস্ত্র, ১৪৯টি দেশীয় অস্ত্র,৫৫০গ্রাম গাঁজা,৪৩ক্যান বিয়ার,৫ বোতল বিদেশি মদ,মাদক বিক্রির ২লক্ষ ৬৮টাকা ও বিশ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ দ্রব্য জব্দ সহ ডাকাতির প্রস্তুতি,অস্ত্র,মাদক,কালোবাজারিসহ ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এপিবিএন অধিনায়ক আরও জানান,ক্যাম্পের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মামলায় ৯৯হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার ২১জন সন্দেহজনক আসামি আটক সহ ক্যাম্পে অবৈধভাবে চলাচল করা যানবাহন আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-