মিয়ানমার থেকে আসা রমজানের কাছে মিললো ৬০ হাজার ইয়াবা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা টেকনাফের নাফ নদী থেকে ইয়াবার একটি চালানসহ রমজান আলী (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটক পাচারকারী হচ্ছে, হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোঃ ইফতেখার জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী জৈনক মোস্তাকের মৎস্যঘের সংলগ্ন নাফনদ থেকে ইয়াবাসহ পাচারকারী রমজানকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

তিনি আরো জানান, নাফনদী মিয়ানমার জলসীমা অতিক্রম করে একটি হস্ত চালিত নৌকা যোগে দুইজন লোক বাংলাদেশ সীমান্ত অভিমূখে আসতে দেখে বিজিবির অভিযানিক টহলদল স্প্রীট বোট নিয়ে তাদের ধাওয়া করলে একজন নদীতে ঝাপিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায় এবং নৌকায় থাকা আরেক আরোহীকে আটক করে।

এসময় নৌকাটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৬০ হাজার ইয়াবাসহ নৌকাটি জব্দ করে।

আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর