কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর ঘটনায় ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।
এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি ৪৩৪ বোয়িং) রানওয়ের ১৭ নম্বর ডেলটা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
তবে দুর্ঘটনা থেকে বেচে যান বিমানের ৯৪ আরোহী। তবে বিমানটি সফলভাবে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছে। এটি উড্ডয়নের পরপর আরও দুটি উড়োজাহাজ (নভোএয়ার ও ইউএস বাংলা) উড্ডয়ন করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-