এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ইজিবাইকে (টমটম) চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। বুধবার দুপুরে দিকে তিনি তার ব্যাটারী চালিত ইজিবাইকে চার্জ দিতে যায়। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কাইছার। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হয়। পরে তারা দুইজনই ঘটনাস্থলেই মারা যান। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে তারা ছিলেন বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। মুজিববর্ষে তারা সরকার কর্তৃক এ ঘর পেয়েছিলো।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মগনামা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। অপমৃত্যু হিসেবে নিহতদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-