হলদিয়াপালংবাসীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো

সম্মানিত ৩নং হলদিয়াপালংবাসী,আসসালামু আলাইকুম/আদাব/নমস্কার…

বিগত ১১/১১/২০২১ইং তারিখে এবং ৩০/১১/২০২১ইং তারিখে ৫নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের পুনঃ নির্বাচনে আপনাদের সাথে নিয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছি।

উক্ত নির্বাচনে আপনারা জাতি,ধর্ম,বর্ণ,দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে যে ভালবাসা প্রদর্শন করেছে তার জন্য আমার দল,আমি এবং আমার পরিবার চিরঋণী হয়ে রইলাম।দলীয় প্রভাবশালী কিছু নেতাকর্মী ,প্রশাসনের অসহযোগিতা ও কালো টাকার ছড়াছড়ির কারণে উক্ত নির্বাচনে হলদিয়ার ৭০হাজার মানুষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

মহাজন পাড়ার সংখ্যালঘু কেন্দ্রে ভোট ডাকাতি, প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

হলদিয়ার ৭০হাজার জনগণ নৌকা প্রতীক ও আমার প্রতি যে ভালবাসা প্রদর্শন করেছেন তা ভুলার মতো নয়।আপনাদের এই ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না।

বিগত ৫টি বছর হলদিয়া পালং এর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুখে-দুঃখে আপনাদের পাশেই ছিলাম জয়-পরাজয় তো মহান আল্লাহর হাতে তাই আপনাদের কে সাথে নিয়ে হলদিয়া বাসীর উন্নয়নের জন্য করে যাবো।আমরা কঠিন একটি সময়ের দিকে যাচ্ছি জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন।আমার নির্বাচন পরিচালনা করতে গিয়ে আপনারা দীর্ঘ সময় আমার নৌকা প্রতীকের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার জন্য আমার দল ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন,আমার জন্য দোয়া করবেন।
এই প্রত্যাশায় আমি আপনাদেরই…

অধ্যক্ষ মোহাম্মদ শাহ্ আলম
চেয়ারম্যান ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ।

আরও খবর