ডেস্ক রিপোর্ট •
বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুইটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের পাখায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে গরু দুটি মারা গেলেও বিমানে থাকা ৯৪জন যাত্রীর প্রত্যকেই অক্ষত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
কিন্তু উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সাথে বিমানের ডান পাখার সংঘর্ষ হয়। এতে গরু দুটি মারা যায়। এখন পর্যন্ত গরুর মালিক সম্পর্কে জানা যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সাতটা পাঁচ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-