আজ উখিয়ায় আসছেন আব্দুল খালেক শরিয়তপুরী

এম.কলিম উল্লাহ •

 

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম ভালুকিয়া পালং ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে রবিবার বাদ জোহর হইতে অনুষ্ঠিত হবে ৩য় তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল।

তাফসিরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করিবেন, সময়ের সাড়া জাগানো ওয়ায়েজ আল্লামা আব্দুল খালেক শরিয়তপুরী, ঢাকা। বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন, মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকী কুয়াকাটা, বরিশাল। আলোচনা পেশ করবেন, মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব চকরিয়া, কক্সবাজার। মাওলানা রফিক উল্লাহ নূরী মুহতামিম মইনুল ইসলাম মাদ্রাসা, ভালুকিয়া। মাওলানা আবুল ফজল সাহেব আরবী প্রভাষক, রাজাপালং এম ইউ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। হাফেজ মাওলানা ডাঃ দেলোয়ার সাহেব সাবেক খতিব, কোট বাজার স্টেশন জামে মসজিদ।

হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব খতিব, বায়তুল নূর জামে মসজিদ, চট্টগ্রাম। মাওলানা রহমত উল্লাহ সাহেব খতিব, পূর্ব ক্লাসপাড়া জামে মসজিদ কোটবাজার।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব খায়রুল আলম চৌধুরী চেয়ারম্যান রত্নাপালং ইউনিয়ন পরিষদ। উপস্থিত থাকবেন, নুরুল হুদা নবনির্বাচিত চেয়ারম্যান, রত্নাপালং ইউনিয়ন পরিষদ। ডাক্তার মোকতার আহমদ ইউপি সদস্য রত্নাপালং। মাহবুবুল আলম ইউপি সদস্য রত্নাপালং। নেজাম উদ্দিন দুলাল ইউপি সদস্য রত্নাপালং। শাহজাহান চৌধুরী ইউপি সদস্য হলদিয়াপালং।

মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা হামিদুল হক শিবলী পরিচালক ওমর ইবনে খাত্তাব রাঃ দাখিল মাদ্রাসা, ভালুকিয়া। মাওলানা নুরুল আলম সাহেব পরিচালক, খালিদ বিন ওয়ালিদ রাঃ মাদ্রাসা, হলদিয়া।

তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উখিয়া উপজেলার আপামর জনসাধারণের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

আরও খবর