ইমরান আল মাহমুদ:
এক দোকানেই সবকিছু পাওয়া যাবে সূলভমূল্যে,রয়েছে মনোরম পরিবেশে কেনাকাটার সুযোগ। এমন অঙ্গীকার নিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার চৌরাস্তার মোড়ে যাত্রা শুরু করেছে মেগামার্ট এর দ্বিতীয় শাখা।
শুক্রবার(২৬ নভেম্বর) জুমার নামাজের পর মেগামার্ট’র দ্বিতীয় শাখা ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা।
উদ্বোধনের পর চেয়ারম্যান নুরুল হুদা বলেন,মেগামার্ট কক্সবাজারের দ্বিতীয় শাখা কোটবাজারে যাত্রা শুরুর কারণে স্বল্প সময়ে,কম দামে মনোরম পরিবেশে জনসাধারণ সহজে কেনাকাটা করতে পারবে। বাণিজ্যিক স্টেশন কোটবাজারে মেগামার্ট’র মতো উন্নত শপিংমল উদ্বোধন করে ব্যবসায়িক সফলতা কামনা করছি।
মেগামার্ট’র স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, সাধারণ ক্রেতাদের দুর্ভোগ লাঘবে কক্সবাজারের পর বাণিজ্যিক স্টেশন কোটবাজারে দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। ক্রেতাদের পছন্দের সব নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিক, জুয়েলারি, শাড়ি,থ্রি-পিছ,পাঞ্জাবি সহ সবকিছুই এক দোকানে সুলভমূল্যে ও মনোরম পরিবেশে পাওয়া যাবে। ব্যবসায়িক সফলতার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সদস্য ও মার্কেটের স্বত্বাধিকারী আবুল মনসুর চৌধুরী,যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, এন আলম শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী নুরুল আলম, তাতীলীগের হেলাল উদ্দিন, সাংবাদিক জহির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-