ভূমিকম্পের আতঙ্কে দুই তলা থেকে লাফ

ডেস্ক রিপোর্ট •

সকাল পৌনে ছয়টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল। ভূমিকম্প টের পেয়েই হলের ২০২ নম্বর কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমেদ লাফ দেন দুই তলা থেকে। লাফ দিয়ে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত। ভূমিকম্পে বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। এতে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে হোসাইন আহমেদ বলেন, ভূমিকম্প অনুভূত হতেই আলাওল হলের অনেক শিক্ষার্থী তা টের পেয়ে চিৎকার শুরু করেন। এতে তাঁর ঘুম ভেঙে যায়। ভূমিকম্পের বিষয়টি তিনিও বুঝতে পারেন। কক্ষের টেবিল-চেয়ার নড়তে থাকলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত দুই তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান তিনি।

স্নাতকোত্তরের এই শিক্ষার্থী আরও বলেন, ‘সবচেয়ে পুরোনো হলগুলোর একটিতে আমি থাকি। হলের বিভিন্ন কক্ষের পলেস্তারা খসে পড়ছে। মনে হচ্ছিল, ভূমিকম্পে হলটি ভেঙে পড়বে। এ কারণে আমি আতঙ্কিত ছিলাম। তাই লাফ দিয়েছি। কোমরে কিছুটা ব্যথা পেয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও খবর