২ ওয়াক্ত নামাজ কাজা হলে আগে যেটি পড়বেন

আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, এমনকি মাগরিবের সময় চলে আসে— তাহলে আমি আগে মাগরিব পড়ব নাকি কাজা আগে পড়ে পরে মাগরিব পড়ব?

এর উত্তর হলো- প্রথমতঃ আমরা বার বার বলে থাকি— একজন ঈমানদার এতই সচেতন যে, প্রত্যেকটি নামাজকে সঠিক সময়ে আদায়ের জন্য তারা উদগ্রীব থাকেন। কোনো নামাজকে তারা মিস করে না। কাজা মানে হলো- নামাজ সময়ের বাইরে পড়া, কিন্তু মুমিনরা এমন করেন না। তারপরও যদি কোনো অসুবিধার কারণে কারও নামাজ যদি যথাসময়ে আদায় করতে না পারে— এমনকি সূর্য ডুবে যায়; এই অবস্থায় আপনি যদি মসজিদে যান, আর মসজিদে যদি মাগরিবের জামাত দাঁড়িয়ে যায়, তবে আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন। নামাজ আদায় করে ফেলবেন।

আর যদি আপনি ঘরে আদায় করেন বা একাএকি আদায় করেন— তবে আপনি আগে আসরের নামাজ আদায় করবেন, এরপর আপনি মাগরিব আদায় করবেন। যেহেতু মাগরিবের সময় বাকি আছে, আসরের নামাজ কাজা করে— আপনি মাগরিব আদায় করতে পারবেন। তবে যদি এমন মনে করেন যে, আপনি আসর পড়ে মাগরিব পড়তে গেলে— মাগরিবও কাজা হয়ে যাবে, তখন আপনি আগে মাগরিব আদায় করে নেবেন। কাজেই আপনাকে সময় এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

(সূত্র : সহিহ বুখারি, হাদিস : ৫৭১)

আরও খবর