চট্টগ্রাম :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নোয়াখালীর সেনবাগে ধরা পড়েছে রোহিঙ্গা যুবক নূর আলম (৩০)।
বুধবার (২৪ নভেম্বর) রাতে জমিদারহাট এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী।
তিনি বলেন, ইউনিয়ন ও পৌর নির্বাচনের কারণে সেনবাগের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এতে এক যুবকের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একমাস আগে পালিয়ে এসেছেন।
ওসি আরও জানান, নোয়াখালীর ভাসানচরে তার মামা রয়েছেন, সেখানে যাওয়ার চেষ্টা করছেন। পরে তাকে সুধারাম থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে বৃহস্পতিবার হাতিয়ার ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-