চকরিয়ার ৮ ইউনিয়নে ছয় নতুন মুখ

এম. জাহেদ চৌধুরী •


কক্সবাজারের চকরিয়ার অবশিষ্ট ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আগামী ২৬ ডিসেম্বর। চতুর্থ ধাপের এই নির্বাচনে মঙ্গলবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তিতে চমক ছয় নতুন মুখ।

জল্পনা-কল্পনায় থাকা হেভিওয়েট তিনজন বর্তমান চেয়ারম্যান মনোনয়ন পাননি। দুই পুরনো সহ নৌকা পাওয়া ৮ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বরইতলী ইউনিয়নে এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিমুল হক আজিম, ফাঁসিয়াখালী ইউনিয়নে হেলাল উদ্দিন হেলালী, ডুলাহাজারা ইউনিয়নে শাহনেওয়াজ তালুকদার, খুটাখালী ইউনিয়নে মোহাম্মদ বেলাল, চিরিঙ্গা ইউনিয়নে শাহনেওয়াজ, হারবাং ইউনিয়নে মেহরাজ উদ্দিন ও বমুবিলছড়ি ইউনিয়নে মনজুরুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ২৮ নভেম্বর চকরিয়ার ১৮ ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপের নির্বাচনে বাদ পড়া বর্তমান ৩ চেয়ারম্যান হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালীর গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গার জসিম উদ্দিন ও হারবাং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মনোনয়নের না পাওয়ার খবর জানাজানি হলে তার সমর্থকরা রাত ১১ টার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেন্ডীবাজার এলাকায় টায়ারে আগুন দিয়ে, সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এতে কক্সবাজার ও চট্টগ্রাম গামী যান চলাচল বন্ধ রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

আরও খবর