পিএমখালীর নুরুল আলম ইয়াবাসহ আটক

জাহেদ হাসান:


কক্সবাজার সদরের পিএমখালীর চেরাংঘর বাজার থেকে ইয়াবাসহ নুরুল আলম নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

সোমবার(২২ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে পিএমখালীর চেরাংঘর বাজারের মাদ্রাসা রোডের দক্ষিণ পাশে আটক নুরুল আলমের মালিকানাধীন লাবিয়া স্টোর নামের কোলিং কর্নার দোকানের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত কুলিং কর্নার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে।

আটক মোঃ নুরুল আলম পিএমখালী ৪ নং ওয়ার্ডের জুমছড়ি ঘোনারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।

আরও খবর