নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঠিকাদার কাজী নাজিম কামরান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঠিকাদারী কাজ তদারকি করতে গিয়ে মহেশখালীতে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তার মোটর সাইকেলে বড় গাড়ি ধাক্কা দিয়েছে বলে জানা গেছে। তার বন্ধু সাংবাদিক মহসিন শেখ এই তথ্য জানিয়েছেন।
নিহত কাজী কামরান কক্সবাজার শহরের বাহারছড়ার আবদুস সবুরের পুত্র। তিনি ছাত্রলীগের সাবেক ও যুবলীগের নেতা।
সন্ধ্যা ৭টা পর্যন্ত তার লাশ ডুলাহাজারা মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে রয়েছে। সেখান থেকে আনার জন্য কক্সবাজার থেকে তার বন্ধু ও স্বজনেরা রওয়ানা হয়েছেন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-