মদ খাওয়া নিয়ে কথা কাটাকাটি—ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

চট্টগ্রাম •

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটায় মদ নিয়ে কথা কাটাকাটি ও প্রতিবাদের এক পর্যায়ে নিজ ছেলের ধাক্কায় বালাম দাশ প্র. বলরাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে নয়ন দাশকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ওই এলাকার সেবক কলোনিতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, গ্রেফতার নয়ন দাশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। ঘটনার পর স্থানীয় জনতা নয়ন দাশকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‌‌‘বাবার মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করেন নয়ন দাশ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাবাকে ধাক্কা দেয়। এসময় মাটিতে পড়ে যায় বাবা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ‘

তিনি আরও বলেন, বলরাম দাশের মৃত্যুর খবরে স্থানীয় জনতা ওই ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে নয়ন দাশের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে। তদন্তের রিপোর্ট পেয়ে জানা যাবে এঘটনার আসল রহস্য।’

আরও খবর