বাঁশখালীতে ইয়াবা ও চোলাই মদ নিয়ে কক্সবাজারের ৮ জন সহ আটক ১৩

চট্টগ্রাম •


বাঁশখালীর পুইঁছড়িতে পৃথক অভিযানে ১৫ হাজার ৬৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) উপজেলার প্রধান সড়কে ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে তল্লাশি চৌকিতে সন্ধ্যা ও রাতে অর্ধশতাধিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অন্যদিকে রবিবার (২১ নভেম্বর) দুপুরে অপর অভিযানে গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কক্সবাজার সদর ২নম্বর ওয়ার্ড এর ফিসারীঘাট নুনিয়াছাড়া এলাকার হেফাজ উদ্দীনের স্ত্রী মিনুয়ারা (৪৫), উকিয়া রোহিঙ্গা ক্যাম্প ব্লক বি-১ এর আব্দু রহমানের ছেলে নুরুল কামাল (২২), মহেশখালী ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব গোরকঘাটার পূর্ব পাড়া মৃত মিঞা হোসেনের ছেলে শাহজান (৩৭), জাগিয়াঘোনা শামসুল হুদার ছেলে নাজমুল হুদা (৩৬), ফটিকছড়ি নাজির হাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ড এর মজুমদার বাড়ির মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ আলমগীর (৪২), পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে শেখ আহমদ (৪০), সন্দীপ হারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে মহব্বত ইসলাম (২৮), কুমিল্লা মুরাদ নগর আন্ডিকোট ইউপির ৬নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ গ্রামের মো. নুরু বেপারীর ছেলে মোহাম্মদ সুমন ড্রাইভার (৫০), পেকুয়া উজানটিয়া ইউপির ৫নম্বর ওয়ার্ডের নতুনঘোনা পেকুয়ারচর এলাকার নুরুল আলমের ছেলে আমির হোসেন (৪০), নতুনঘোনা এলাকার নুরুল কাদেরের ছেলে হাসান আলী (৪২), টেকনাফ উপজেলার ৬নম্বর ওয়ার্ড পশ্চিম গোদারবিল আহমদ হোসেনের ছেলে আবদুল করিম (৩২), কালিপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের অরুন দাশের ছেলে রাজীব দাশ (৩৫), সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে আবু ছৈয়দ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণে তল্লাশি চৌকি বসায়। এসময় সিএনজি অটোরিক্সার যাত্রীদের তল্লাশিকালে তাদের শরীর ও ব্যাগে লুকানো অবস্থায় ১৫ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ৩০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। অপর অভিযানে পুলিশ পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তার করে।

আরও খবর