চট্টগ্রাম :
র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে চান্দগাঁওয়ে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।
আটক মো. রিহাদ (২৪) বাহ্মণবাড়িয়া সদর থানার মোড়াল এলাকার মো. ওয়াকিল রিপনের ছেলে।
নিয়াজ মোহাম্মদ চপল জানান, বহদ্দারহাট টু কালুরঘাট রাস্তার ওপর এক যুবক ভুয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণামূলক বিভিন্ন অপরাধ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি ভুয়া র্যাবের আইডিকার্ড জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-