আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের হােটেল-মােটেল জোনে অভিযান পরিচালনা করে বিদেশী মদ ও অবৈধ যৌনশক্তি বর্ধনের সিরাপসহ একজনকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
২১ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার হােটেল-মােটেল জোনের একটি দোকানে অভিযান পরিচালনা লাইট হাউজ পাড়ার মোঃ হোসেনের পুত্র রাকিব উদ্দিন (১৯)কে আটক করে। পরে ধৃত আসামীর দোকান তল্লাশী করে ০৬ টি বিদেশী মদের বােতল ও অবৈধ ২১ টি যৌনশক্তি বর্ধনের সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে, তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত সে তার দোকানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ যৌনশক্তি বর্ধনের সিরাপ বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-