কক্সবাজার জার্নাল ডটকম :
উখিয়ায় সিএনজি ট্রাক্সির চালকের সিটের নিচ থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) উখিয়া থানাধীন পালংখালী এলাকায় ১ লাখ ৬৭ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিটি জব্দ করে র্যাব। আজ শুক্রবার সন্ধ্যায় র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক আলী হোসেন কক্সবাজারের উখিয়া থানার জুমেরছড়া এলাকার মৃত শফিউল্লাহর ছেলে।
তিনি জানান, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় তল্লাশির সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সিএনজি-টি থামানোর সংকেত দেয়। চালক চেকপোস্টের সামনে সিএনজি থামিয়ে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি আলী হোসেনকে (২৮) আটক করে।
পরে তার দেখানোমতে চালকের সিটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১,৬৭,৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-