উখিয়ায় বস্তায় মিললো ৬০ হাজার ইয়াবা: আটক দুই মাদক কারবারি

মোঃ শাহীন •

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা বাজার এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, তারেকুর রহমান (২২) ও জসীম উদ্দিন (২৫)।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৯ টার সময় কক্সবাজারের উখিয়া বালুখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

কক্সবাজার র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকায় দুই মাদক কারবারির মধ্যে মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদে র‍্যাব-১৫ কক্সবাজার সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ এর নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের কাছ থেকে একটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ইয়াবাসহ আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

আরও খবর