বাথরুমের শাওয়ারে ১২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম :


চট্টগ্রামের পটিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- মো. রানা (৩৮), মো. মেহেদী হাসান মেহেদী (২৩), মো. মোস্তফা প্রকাশ রোহিত (২২), মো. তৈয়বুর রহমান সজল (২৬) ও সোনিয়া আক্তার (২০)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে কমল মুন্সিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে কক্সবাজার থেকে আসা দুটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়িতে থাকা বাথরুমের শাওয়ারের ভেতর থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়িতে থাকা এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর