বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগের ৫ নেতাকে বহিষ্কার!

বাংলা ট্রিবিউন:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীতে যুবলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে জলঢাকা উপজেলায় তিন জন এবং কিশোরগঞ্জে দুই জন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, গত ১৩ নভেম্বর জেলা যুবলীগের বর্ধিত সভায় বিদ্রোহীদের বহিষ্কারের ব্যাপারে একমত হন নেতাকর্মীরা। কেন্দ্রের নির্দেশে জেলা থেকে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সরে আসেনি। বাধ্য হয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—জলঢাকার মীরগঞ্জ ইউনিয়ন যুবলীহের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির খান, উপজেলা কমিটির সদস্য ও কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাদেকুল সিদ্দিকী সাদেক ও কাঁঠালি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক লালবাবু রায় নির্মল এবং কিশোরগঞ্জ উপজেলা কমিটির সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান মিতু ও বড়ভিটা ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী জগলুল হায়দার।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

আরও খবর