মোঃ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) :
ছেলেটির নাম মোঃ রাশেদ (৩২)। গত সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় লামা সুয়ালক সড়কের টংগঝিরি এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনা করে গুরুতর আহত। সে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারকাটা ঝিরি এলাকার মোঃ ইরান ছেলে।
আহত রাশেদ কে লামা হাসপাতালে আনলে তার অবস্থা আশংকাজনক হওয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। স্বজনরা তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে সেখানে তাকে ভর্তি না করায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়। এখন ফুয়াদ আল খতিব হাসপাতালে তার চিকিৎসা চলছে।
তার স্ত্রী জানায়, মোটর সাইকেল দুর্ঘটনায় তার স্বামীর মুখমন্ডল থেঁতলে গেছে। নাক ও মুখের হাড় ভেঙ্গে গেছে৷ ডান কান ছিঁড়ে গেছে ও ডান হাত ভেঙ্গে দুই টুকরা হয়ে গেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে।
তিনি আরো জানান, গত ৪ দিনে তার স্বামীর চিকিৎসায় মানুষ থেকে ধারদেনা, চাঁদা ও নিজের সঞ্চয়ের সব টাকা খরচ হয়ে গেছে। ইতিমধ্যে ৫০ হাজার টাকা শেষ। ফুয়াদ আল খতিব হাসপাতালের বিশেষজ্ঞ সার্জারী ডাক্তার বলেন, তার চিকিৎসায় আরো ৭০/৮০ হাজার টাকা প্রয়োজন।
রাশেদের স্ত্রী ও দুই সন্তানের কান্না বন্ধ হচ্ছে না। ডাক্তার বলেন, চিকিৎসা পেলে রাশেদ দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার দুইটি অপারেশন দরকার।
আসুননা আমরা সামান্য সহায়তা করে অসহায় ছেলেটি বাঁচিয়ে তুলি এবং একটি সংসারের মুখে হাসি ফোঁটায়
যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা-
সেলিনা আক্তার (রাশেদের বড় বোন)
০১৮৮০ ৩৫১ ৯৩৫ (বিকাশ পার্সোনাল)
মোঃ করিম (ভাই)
০১৮৪২ ২২৫ ৮৩০
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-