উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদ সহ দুইজনকে আটক করেছে র‍্যাব!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও একই এলাকার মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করে।

এদিকে আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্র অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর