নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় অবৈধ ডাম্পার চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। নিহত যুবকের নাম মো. আবুল কালাম (১৭)। সে হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী এলাকার বাসিন্দা মো. সোনালীর ছেলে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে মো. ইউনুছ নামে আরো একজন। সে একই এলাকার খুইল্যা মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান ছিল। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দুইজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ডাম্পারের চাপায় একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-